তালেবানকে স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেন তালেবান মুখপাত্র - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৩, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

তালেবানকে স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেন তালেবান মুখপাত্র

newsup
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২১
তালেবানকে স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেন তালেবান মুখপাত্র

Taliban spokesman Zabihullah Mujahid speaks during a news conference in Kabul, Afghanistan September 6, 2021. REUTERS/Stringer - RC2BKP997FPI

নিউজ ডেস্কঃ 

তালেবানকে স্বীকৃতি দিতেই হবে বলে মন্তব্য করেছেন তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শনিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই। কাবুল দখলের দুইমাস পেরোলেও এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি তালেবানকে।

 

 

প্রতিবেদনে বলা হয়, মুজাহিদ বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি কারণ তারা আমাদের স্বীকৃতি দেয় নি অতীতে। যদি আমাদের স্বীকৃতি না দেওয়া হয় তাহলে এই অঞ্চল ও বিশ্বের জন্য সমস্যা কেবল বাড়বেই।

 

এদিকে দীর্ঘদিন পর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে জনসমক্ষে এসেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এমন এক সিনিয়র তালেবান নেতা এ তথ্য জানিয়েছেন রয়টার্সকে। কান্দাহারের একটি ধর্মীয় বিদ্যালয় জামিয়া দারুল আলুম হাকিমিয়া পরিদর্শন করেন আখুন্দজাদা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।