নিখোঁজের ১৮ দিন পর তালাবদ্ধ ঘর থেকে শিশুকে উদ্ধার
০৩ নভে ২০২১, ১২:৫২ অপরাহ্ণ

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় নিখোঁজের ১৮ দিন পর একটি তালাবদ্ধ ঘর থেকে চার বছরের এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩৬ বছরের এক ব্যক্তিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ক্লিও স্মিথ নামের শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে কারনারভন শহরের পাশের ওই এলাকায় ক্যাম্পিং করতে গিয়েছিল। গত ১৬ অক্টোবর ক্যাম্পের তাঁবু থেকে নিখোঁজ হয় সে।
স্মিথকে খুঁজতে এলাকাটিতে ব্যাপক তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমনকি তাকে খুঁজে দিলে বা তার সম্পর্কে যে কোনো তথ্য দিলে ৭ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়।
স্থানীয় সময় বুধবার ভোরে কারনারভান শহরের একটি বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে পুলিশ। সেখানেই তারা ক্লিও স্মিথকে পায়।
পশ্চিম অস্ট্রেলিয়ার ডেপুটি কমিশনার কর্নেল ব্লাঞ্চ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের একটি দল কারনারভন শহরের পাশের ওই এলাকার এক তালাবদ্ধ বাড়িতে প্রবেশ করে। সেখানে একটি কক্ষে তারা স্মিথকে পায়। এক কর্মকর্তা তাকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ তখন শিশুটি বলে, ‘আমার নাম ক্লিও’।’
ক্লিওর ফিরে আসার পর তার মা এলি স্মিথ ইনস্টাগ্রামে লিখেছেন, আমরা পুরো পরিবার আবার একসঙ্গে।
পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ব্যক্তির সঙ্গে ক্লিওর পরিবারের কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি।
ক্লিওকে উদ্ধারের ঘটনাকে টুইটারে ‘অসাধারণ’ হিসেবে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।