নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক কনসার্টে অতিরিক্ত ভিড়ে পদদলিত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন শতাধিক মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) রাত ৯টায় এই ঘটনা ঘটে। এস্ট্রাওয়ার্ল্ড ফেস্টিভাল নামে এই কনসার্টে মানুষের ঊপচে পড়া ভিড়ের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা স্যামুয়েল পেনা বলেন, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করেছি আমরা। এছাড়া অগণিত মানুষ আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে ১১ জনের হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে যায়। এছাড়া ঘটনাস্থলেই অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।