গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা গোয়েন্দা কর্মকর্তা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১০:৩৮, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা গোয়েন্দা কর্মকর্তা

newsup
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১
গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা গোয়েন্দা কর্মকর্তা

নিউজ ডেস্কঃ 

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হয়েছেন এক চীনা গোয়েন্দা কর্মকর্তা। বিমান পরিবহন সংক্রান্ত তথ্যচুরির পরিকল্পনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জু ইয়ানজুন নামের এই ব্যক্তি ২০১৮ সালে বেলজিয়ামে ধরা পড়েন। পরে বিচারের জন্য তাকে যুক্তরাষ্ট্রে আনা হয়। শনিবার (৬ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

 

 

প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর কারাদণ্ড হয়েছে ইয়ানজুনের। একইসঙ্গে ৫০ লাখ ডলার জরিমানাও দিতে হবে তাকে। রায়ের বিষয়ে চীনা কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে বেইজিং এর আগে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, অভিযোগের কোনো ভিত্তি নেই।

মার্কিন বিচার বিভাগের একটি বিবৃতি অনুসারে, জু চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জিয়াংসু শাখার একজন সিনিয়র সদস্য। এই সংস্থা কাউন্টার ইন্টেলিজেন্স, বিদেশী গোয়েন্দা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কাজ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।