পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিয়ে যা বললেন শেহবাগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:৩১, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিয়ে যা বললেন শেহবাগ

newsup
প্রকাশিত নভেম্বর ৮, ২০২১
পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনাল নিয়ে যা বললেন শেহবাগ

স্পোর্টস ডেস্কঃ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

 

 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনাল ম্যাচ নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ বলেন, এবারের বিশ্বকাপে পাকিস্তান অবিশ্বাস্য ফর্মে আছে। বাবর আজমরা এখনও পর্যন্ত যেভাবে পারফরম্যান্স করছে তা অব্যাহত রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় পাবে।

শেহবাগ আরও বলেন, পাকিস্তানের ওপেনিং আর মিডল অর্ডার খুবই শক্তিশালী। তাদের বোলিং বিভাগেও সবাই ফর্মে আছেন। তবে অস্ট্রেলিয়া সবসময় কঠিন প্রতিপক্ষ। এবারের বিশ্বকাপের শুরু থেকে পাকিস্তান যেভাবে খেলেছে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে অসিদের বিপক্ষে জয় পাবে বাবর আজমরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।