জৈব সারের চালান গ্রহণ করতে শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে চীন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৭, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

জৈব সারের চালান গ্রহণ করতে শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে চীন

newsup
প্রকাশিত নভেম্বর ৮, ২০২১
জৈব সারের চালান গ্রহণ করতে শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে চীন

নিউজ ডেস্কঃ 

চীনের পাঠানো জৈব সারের একটি চালান প্রত্যাখান করেছিল শ্রীলঙ্কা। সেই চালান গ্রহণ করতে এখন চাপ সৃষ্টি করছে বেইজিং। রবিবার (৭ নভেম্বর) এখবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ।

 

 

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা সরকার এপ্রিল মাসে রাসায়নিক থেকে জৈব কৃষিতে রূপান্তরিত হয়েছে। এরপরই চীনের সঙ্গে তাদের বিরোধ দেখা দিয়েছে। আগস্টে জৈব সার কেনার জন্য শ্রীলঙ্কা ৩৮০ কোটি মার্কিন ডলার বরাদ্দ করেছে।

চীনের কোম্পানি থেকে ছয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার ব্যয়ে ৯৯ হাজার মেট্রিক টন জৈব সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার। একটি পরীক্ষায় চালানটি দূষিত হয়ে গেছে এমন প্রমাণ পাওয়ার পর তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় লঙ্কানরা। এতে নাখোশ হয়েছে চীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।