ফ্রান্সে জেল হত্যা দিবস পালন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২৬, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ফ্রান্সে জেল হত্যা দিবস পালন

newsup
প্রকাশিত নভেম্বর ৯, ২০২১
ফ্রান্সে জেল হত্যা দিবস পালন

নিউজ ডেস্কঃ

জেলা হত্যা দিবস বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। যে কালো অধ্যায়কে প্রতিটি স্বাধীনতাকামী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নাগরিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঠিক তেমনি বুধবার সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস নগরে লা-শাপেল এলাকায় ফ্রান্স আওয়ামী লীগ শাখা কর্তৃক জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালন করা হয়।

 

 

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছের পরিচালনায় উপস্থিত আওয়ামী পরিবারের নেতা-কর্মীরা জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
বাঙালি জাতির অগ্রযাত্রাকে রুখতে জেলখানায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নীলনকশার মাধ্যমে হত্যা করা হয়।
৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরে ফ্রান্স আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ফ্রান্স আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বলে নেতারা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।