ভারত-চীনের ওপর ক্ষেপেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট

Daily Ajker Sylhet

newsup

১৪ নভে ২০২১, ০৭:১৪ অপরাহ্ণ


ভারত-চীনের ওপর ক্ষেপেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট

নিউজ ডেস্কঃ 

জলবায়ু সম্মেলন কপ-২৬ এ কয়লার ব্যবহার বন্ধ করতে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ভারত ও চীন দীর্ঘসময় ধরে এ প্রস্তাবের ভাষা পরিবর্তন করতে লড়াই করে।

তাদের দাবির মুখে ‘বন্ধ করতে হবে’ শব্দগুলোর পরিবর্তে ‘কমিয়ে আনা হবে’ শব্দ ব্যবহার করা হয়। এরপরই পাশ হয় প্রস্তাবটি। এ ঘটনায় ক্ষেপেছেন জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা।

এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, অলোক জানিয়েছেন, ভারত ও চীনকে অবশ্যই তাদের আচরণের ব্যাখ্যা দিতে হবে। এই চুক্তি প্রকৃতপক্ষে ভঙ্গুর জয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।