নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরে অস্ত্রসহ চার যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
শিবচর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩টার সময় পাচ্চরের হোগলার মাঠ এলাকা থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চার যুবককে আটক করা হয়েছে। এতে আটকৃতরা হচ্ছে— কুতুবপুরের তাহের আকন কান্দি গ্রামের হাজী কুদ্দুস মোল্লার ছেলে তাইজুল, পাচ্চর হোগলার জয়নুদ্দিন শেখের ছেলে খলিল শেখ, একই এলাকার সাহাবুদ্দিন শেখের ছেলে এনামুল শেখ, আজাহার শেখের ছেলে ইয়াসিন শেখ।