ইসরায়েলে মুসার লাঠি’র সাইবার হামলা

Daily Ajker Sylhet

newsup

১৬ নভে ২০২১, ০৯:১৪ অপরাহ্ণ


ইসরায়েলে মুসার লাঠি’র সাইবার হামলা

নিউজ ডেস্কঃ 

ইহুদিবাদী ইসরায়েলের ওপর ব্যাপক সাইবার হামলা চালিয়েছে মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ। তারা ইসরায়েলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে। বর্তমানে তাদের হাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে যা প্রকাশ করা হতে পারে।

সোমবার (১৫ নভেম্বর)  মুসার লাঠি গ্রুপটি জানায়, তারা ইসরায়েলের বহু প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে ইসরায়েল জুড়ে তাদের মৌলিক সিস্টেমগুলোর অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে তথ্যচিত্র রয়েছে।

মুসার লাঠি জানিয়েছে, তাদের হাতে ইসরায়েলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরায়েলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে।

হ্যাকার গ্রুপটি বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরাইলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে।পার্সটুডে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।