উখিয়া সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়, মিলল ৫০ হাজার ইয়াবা

Daily Ajker Sylhet

newsup

১৭ নভে ২০২১, ০২:২৫ অপরাহ্ণ


উখিয়া সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়, মিলল ৫০ হাজার ইয়াবা

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার ৩৪ বিজিবির ঘুমধুম সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ দল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢোকার তথ্য পায়। সেই সূত্র ধরে এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়েকজন চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবির টহল দলের ওপর গুলি চালান। বিজিবিও পাল্টা আটটি গুলি চালায়। চোরাকারবারিরা সঙ্গে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালালে ব্যাগভর্তি ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।