ব্রিজের নিচে টাকার বস্তা, মিলল ৬৬ বান্ডিল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১২:৪৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ব্রিজের নিচে টাকার বস্তা, মিলল ৬৬ বান্ডিল

newsup
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২১
ব্রিজের নিচে টাকার বস্তা, মিলল ৬৬ বান্ডিল

নিউজ ডেস্কঃ লালমনিরহাটে একটি ব্রিজের নিচ থেকে ৬৬ লাখ জাল টাকার একটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। ওই বস্তায় ৬৬টি বান্ডিলে এক হাজার টাকার ১০০টি করে নোট ছিল বলে জানা গেছে

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিজ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিচে মাছ ধরতে যান এক ব্যক্তি। এসময় সেখানে তিনি কিছু ছেড়া টাকা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে এক হাজার টাকার ১০০টি করে নোট ছিলো।

স্থানীয় আব্দুস সালাম বলেন, পানির নিচ থেকে আমি টাকার বস্তাটি তুলেছি। উদ্ধার হওয়া সব টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল নোট।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। টাকাগুলোর পিছনে লেখা ছিলো, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো নোট জাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।