জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১১:১৭, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া

newsup
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২১
জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল রাশিয়া

নিউজ ডেস্কঃ জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়া দেশের অস্ত্র ভাণ্ডারের সর্বশেষ সংযোজন এই ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করে।

এর আগে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  ‘অপ্রতিদ্বন্দ্বী’ বলে অভিহিত করেছিলেন।

মস্কো সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অস্ত্রের উন্নয়ন নিয়ে কাজ করছে। তারা আশা করে যে পশ্চিমা বিশ্বের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার এই সময়ে এই পরীক্ষা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অস্ত্র প্রতিযোগিতায় রাশিয়াকে এগিয়ে রাখবে।

রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, অ্যাডমিরাল গোর্শকভ যুদ্ধজাহাজ থেকে ওই মিসাইল ছোড়া হয়েছে। সেটা রাশিয়ার আর্কটিকের পানিতে পরীক্ষামূলক লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে।

মিসাইলটি ‘সরাসরি আঘাত’ হেনে তার লক্ষ্যবস্তুকে একদম চুরমার করে দেয় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
শব্দের চেয়ে নয় গুণ দ্রুতগতিতে উড়ে গিয়ে ১,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই জিরকন। শুধু এই জিরকনই নয়, আরও কয়েক ধরনের হাইপারসনিক মিসাইল তৈরি করছে রাশিয়া।

আগেও রাশিয়া একটি পারমাণবিক সাবমেরিন থেকে একটি হাইপারসনিক মিসাইল নিক্ষেপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছিল। ব্যারেন্টস সী-তে ‘সেভারোদভিনস্ক’ সাবমেরিন থেকে জিরকন মিসাইলের ওই পরীক্ষা চালানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।