বিজেপির সাংসদের ‘অডিও’ ফাঁস
২১ নভে ২০২১, ০৩:১৯ অপরাহ্ণ

২০১৯ সালের সবশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে বিজেপি ১৮টিতে জয় পায়। তৃণমূল কংগ্রেস পায় ২২টি আসন। কংগ্রেস পায় দুইটি আসন। বাম দল কোনো আসন পায়নি।
সৌমিত্র দাবি করেন, ‘অডিও ক্লিপটি জাল বলেই আমার মনে হয়। এ ধরনের কোনো আলোচনা কারও সঙ্গে আমার হয়নি। এ রকম অডিও অনেক সময় বাজারে ঘোরে। যাঁরা আমার বিরোধী, তাঁরা এমনটা করতে পারেন। গলার স্বর এখন অবিকল নকল করা যায়।’
সৌমিত্রের অডিও ফাঁসের পর রাজ্য বিজেপির মুখ্যপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ওই অডিও ক্লিপ নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে।