ব্রিটেনের সিদ্ধান্তের নিন্দায় ইরান

Daily Ajker Sylhet

newsup

২১ নভে ২০২১, ০৯:১৫ অপরাহ্ণ


ব্রিটেনের সিদ্ধান্তের নিন্দায় ইরান

নিউজ ডেস্কঃ 

যুক্তরাজ্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী ঘোষণার যে সিদ্ধান্ত নিয়েছে তার নিন্দা জানিয়েছে ইরান। টুইটারে দেওয়া পোস্টে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
টুইটে তিনি বলেন, বাস্তবতাকে বিকৃত করে এবং প্রকৃত চিত্রকে উল্টো করে তুলে ধরে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করা যাবে না।
তিনি বলেন, ফিলিস্তিন সংকটের একমাত্র রাজনৈতিক সমাধান সূত্র হচ্ছে, ফিলিস্তিনি ভূখণ্ডের মূল অধিবাসীদের মধ্যে তাদের ভাগ্য নির্ধারণের ব্যাপারে গণভোটের আয়োজন করতে হবে।
সম্প্রতি ব্রিটিশ সরকার হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করেছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল শুক্রবার লন্ডনে এই ঘোষণা দিয়ে বলেছেন, যুক্তরাজ্যে হামাসের যে কোনও ধরনের তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে।
এর প্রতিক্রিয়ায় হামাস বলেছে, এ ধরনের কাজ না করে ব্রিটিশ সরকারের উচিত অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠায় নিজের ভূমিকার কথা স্মরণ করে লজ্জিত হওয়া। সূত্র: পার্স টুডে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।