BengaliEnglishFrenchSpanish
খুলনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০ - BANGLANEWSUS.COM
  • ৯ই ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ


 

খুলনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

newsup
প্রকাশিত নভেম্বর ২২, ২০২১
খুলনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্কঃ খুলনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সবাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক ও মহানগর বিএনপির সভাপতিসহ ২০ জন আহত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, মহানগর বিএনপির সহসভাপতি মীর কায়েস আলী, রূপসা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু কাজীসহ ১৪জন আহত হন।

এছাড়া দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার ফটোসাংবাদিক দেবব্রত রায়, যমুনা টিভির আমির, প্রথম আলোর সাদ্দাম, সময় টিভির হালিম ও এসএটিভির ইব্রাহীম আহত হন। এ সময় পুলিশের এক সদস্য আহত হন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ ছিলো।

এই সংবাদটি 1,236 বার পড়া হয়েছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।