নিউজ ডেস্কঃ খুলনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ সবাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিক ও মহানগর বিএনপির সভাপতিসহ ২০ জন আহত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সোমবার নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, মহানগর বিএনপির সহসভাপতি মীর কায়েস আলী, রূপসা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু কাজীসহ ১৪জন আহত হন।
এছাড়া দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার ফটোসাংবাদিক দেবব্রত রায়, যমুনা টিভির আমির, প্রথম আলোর সাদ্দাম, সময় টিভির হালিম ও এসএটিভির ইব্রাহীম আহত হন। এ সময় পুলিশের এক সদস্য আহত হন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে অবরুদ্ধ ছিলো।