হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দলে ৩ পরিবর্তন নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা।
এদিকে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে আজ অনেকটাই নির্ভার পাকিস্তান। তাই শেষ ম্যাচে হারলেও তেমন একটা ক্ষতি নেই তাদের। যে কারণে ম্যাচটি ঘিরে নতুনদের একটু পরখ করে নিতেই পারে পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট।
তেমনটাই করল চাঁনতারার দলটি। আজ একাদশে ব্যাপক পরিবর্তন নিয়ে নামছে তারা। একাদশে নেই গত ম্যাচের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি। আর আগের ম্যাচের ম্যাচসেরা হাসান আলিরও আজ সুযোগ হয়নি। এমনকি গতম্যাচ সেরা ফখর জামানও নেই আজ।
এদিকে অসুস্থ ছেলেকে দেখতে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক।
তাই দলে এক অভিষেকসহ বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে পাক দলে। এই ম্যাচ দিয়ে অভিষেক ঘটতে যাচ্ছে শাহনেওয়াজ ধানির। শোয়েব মালিকের অনুপস্থিতিতে একাদশে ঠাঁই পেয়েছেন সরফরাজ আহমেদ। আরো আছেন উসমান কাদির ও দেশ থেকে উড়ে আনা ইফতেখার আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলি, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, ইফতেখার, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ এবং শাহনেওয়াজ ধানি।