আলো ছড়াচ্ছে বইবন্ধু

Daily Ajker Sylhet

newsup

২৫ নভে ২০২১, ০৬:৪০ অপরাহ্ণ


আলো ছড়াচ্ছে বইবন্ধু

নিউজ ডেস্কঃ 

প্রত্যাহিক জীবনে আমাদের একটি বড় সময় কেটে যায় সড়ক-মহাসড়কের যানজটে। আর মহানগরী ঢাকা শহরে এই সমস্যার তীব্রতা একটু বেশিই। গন্তব্যে পৌঁছাতে যানজটের ভোগান্তি পোহাতে হয় না—এমন মানুষ খুঁজে পাওয়া যেন বড় দায়! তীব্র যানজটে ঘন্টার পর ঘন্টা বসে থেকে যখন চোখে-মুখে ক্লান্তি আর অবসাদের ছাপ ফুটে উঠে তখন হাতের কাছে যদি মেলে পছন্দের সব বই, তাহলে কেমন হয়? নিশ্চয়ই চোখের ক্লান্তি ঘুচে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।

শহরের কর্মব্যস্ত মানুষের জ্যামে আটকে পড়া সময়ের দুর্ভোগ কমাতে এমন-ই ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘বইবন্ধু’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রাজধানীর বিভিন্ন কোম্পানির প্রায় ৫০টি বাসে স্থাপন করেছে ভ্রাম্যমাণ এসব লাইব্রেরী। যেখান থেকে ভ্রমণকালে বই পড়তে পারবেন যাত্রীগণ।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আলো ছড়িয়ে যাচ্ছে ‘বইবন্ধু’। যেখানেই দৈনন্দিন জীবনে সময়ের অপচয় হয় বা সময় নষ্ট হয় সেখানেই বই নিয়ে হাজির ‘বইবন্ধু’। হাসপাতাল, সেলুন কিংবা পরিক্ষাকেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকগদের কাছে বই পৌঁছে দিতে তারা হাতে নিয়েছে নানারকম ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রজেক্ট। ‘বইবন্ধু’র আলো থেকে বাদ পড়েনি পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরাও। তাদের জন্য আছে বিশেষ কমিউনিটি পাঠাগার।

এছাড়াও স্থায়ী, গণপরিবহন, ক্যাফে, পল্লী ও শিক্ষালয় ক্যটাগরির বিভিন্ন পাঠাগারের মাধ্যমে বইয়ের আলো ছড়িয়ে সামাজের ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। আবার নিজের পড়ে ফেলা বইটি বদলে নতুন বই নেবার জন্যে মাঝেমধ্যেই তারা আয়োজন করে বই বিনিময় উৎসব। সেখানে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক ও পাঠ সহায়ক বই বিতরণ করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০০ জন সক্রিয় সেচ্ছাসেবীর মাধ্যমে পরিচালিত হচ্ছে ‘বইবন্ধু’র এই বই বিতরণ কার্যক্রম।

‘আলোর পথে বন্ধুত্বের টানে’ স্লোগানকে সামনে নিয়ে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১৪টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে ‘বইবন্ধু’। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির সমন্বয়ক মহিউদ্দিন তোহা বলেন, ‘মনজাগতিক ও সামাজিক ইতিবাচক পরিবর্তনে বইয়ের কোন বিকল্প নেই। আমরা একটি বিপ্লব ঘটাতে চাচ্ছি; বইয়ের বিপ্লব। আমাদের হয়তো তেমন অর্থবিত্ত নেই, ফান্ডিং এর অভাব আছে। কিন্তু ইচ্ছা শক্তি বা চেষ্টার কোন কমতি নেই। একটু পৃষ্ঠপোষকতা পেলেই আমাদের পরিসরকে বাড়াতে পারবো, সারাদেশ নিয়ে ভাবতে পারবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।