নিউজ ডেস্কঃ
আকাশে উড্ডয়নরত অবস্থায় আত্মহত্যা করেছেন এক যাত্রী। মিশর থেকে রাশিয়াগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। বিমানের শৌচাগারে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়, এস৭ এয়ারলাইন্সের ফ্লাইটে করে মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর টয়লেটে যান। বিমানের এক ফ্লাইট পরিচালক তাকে বিমানের বাথরুমে অচেতন অবস্থায় পান।
তখন বিমানটিকে মিশরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। একই বিমানে করে তার মরদেহ ফেরত পাঠানো হয়।
জানা যায়, ৪৮ বছর বয়সী ওই যাত্রীর নাম আলেক্সেন্ডার। আত্মহত্যার কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।