নিউজ ডেস্কঃ
কয়েকদিন আগেই খাদ্য সংকট মোকাবেলায় উত্তর কোরিয়ার জনগণকে কম খাওয়ার পরামর্শ দিয়ে আলোচনায় এসেছিলেন দেশটি সর্বোচ্চ নেতা কিম জং-উন। এবার উত্তর কোরিয়ায় বিশেষ এক পোশাক নিষিদ্ধ করে আলোচনায় এসেছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে কিম জং-উন লেদারের জ্যাকেট পরে আসছেন। বিশেষ এই পোশাক তার আইকনিক স্টাইলে পরিণত হয়েছে। তাই দেশটির জনগণের জন্য লেদারের কোট পরা নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৯ সালে কিমের পরনে প্রথম লেদারের কোট দেখা যায়। তারপর থেকে দেশটির অভিজাত শ্রেণি, যাদের ব্যয়বহুল ওই পোশাক পরার মতো আর্থিক সঙ্গতি আছে, তাদের লেদারের কোট পরতে দেখা যায়। ধীরে ধীরে দেশটিতে নকল লেদারের কোট জনপ্রিয় হয়ে উঠে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।