বিনোদন ডেস্কঃ কানাডার টরন্টোস্থ শহীদ মিনার সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর এবং স্মারকলিপি উন্মোচন অনুষ্ঠান বর্জন করলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি। শনিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় বাংলাদেশিরা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সুবর্ণা মোস্তফাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে এনেও যথার্থ সম্মান না দেওয়াও এই দুঃখজনক ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা যায়, ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারের অনুষ্ঠানের শুরুতে সুবর্ণা মোস্তফাকে প্রথম সারিতে টরন্টো সিটি মেয়র জন টরি এবং ফুয়াদ চৌধুরীর পাশে বসে থাকতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানের উপস্থাপক রুমানা চৌধুরী সকল অতিথির নাম ঘোষণা করলেও সুবর্ণা মোস্তফার নাম উচ্চারণ করেন নি। প্রচণ্ড শীতে বেশ কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে তিনি চুপচাপ চলে যান। কিন্তু কাউকেই তাকে ফিরিয়ে আনতে দেখা যায়নি। তবে দর্শকদের দৃষ্টিতে তার এই নীরব প্রতিবাদ এড়ায় নি।
এ বিষয়ে তার সাথে কথা বলতে গেলে নয়ন হাফিজ বলেন, এখন তার মুড ভালো নেই। পরে কথা বলবেন। বাসায় ফোন করেন, তখন কথা হবে।
এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী এবং রাষ্ট্রীয় সম্মান একুশে পদকে ভূষিত সুবর্ণা মোস্তফাকে বলতে শোনা যায়, আমি তো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সদস্য! আমাকে সেই সম্মানটুকু অন্তত দেখানো উচিত ছিল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থাপিকা রুমানা চৌধুরী বলেন, বিশিষ্ট অভিনেত্রী এখানে উপস্থিত ছিলেন। এখন তাকে দেখা যাচ্ছে না। তারও বক্তব্য দেয়ার কথা ছিলো।
এর আগে টরন্টোস্থ শহীদ মিনার আনুষ্ঠানিকভাবে সিটি কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। সেই সঙ্গে শহীদ মিনারের স্মারকলিপিও উন্মোচন করা হয়। এ উপলক্ষে ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারের প্রাঙ্গণে এক বর্ণাঢ়্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্মারকলিপি উন্মোচন করেন টরন্টো সিটি মেয়র জন টরি। অনুষ্ঠানে বক্তব্য দেন কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ড. খলিলুর রহমান, টরন্টোর মেয়র জন টরি, এমপি নাথানিয়েল এরস্কাইন-স্মিথ, এমপি রীমা বার্ন্স ম্যাকওয়াইন, এমপিপি ডলি বেগম, সিটি কাউন্সিলার ব্রেড ব্রেডফোর্ড, কাউন্সিলার গেরি ক্রাউফোর্ড, ফরমাল কাউন্সিলার জেনেত ডেভিস, ব্যারিষ্টার চয়নিকা দত্ত এবং ওটিআইএমএলডিএম’এর প্রেসিডেন্ট মেক আজাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেয়ার কথা ছিলো বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি। উপস্থাপনার শুরুতে তার নাম ঘোষণা না করায় তিনি অনুষ্ঠান বর্জন করে চুপচাপ চলে যান।
অনুষ্ঠানের পর মেয়র জন টরি ইত্তেফাককে বলেন, আমরা বাংলাদেশিদেরকে এ রকম একটি আন্তর্জাতিক স্বীকৃতির স্মৃতিস্তম্ভ উপহার দিয়ে পেয়ে আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশিরা অনেক ভালো মানুষ। আমি তাদেরকে বন্ধু হিসেবে পেয়ে গর্ববোধ করি।
হাই কমিশনার খলিলুর রহমান বলেন, আজ এই ঐতিহাসিক মুহূর্তে এখানে উপস্থিত থাকতে পেরে গর্বিত। তিনি আন্তর্জাতিক মাতৃভাষার দুই রূপকার রফিকুল ইসলাম ও আব্দুস সালামের প্রতি কৃজ্ঞতা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
উল্লেখ্য, কানাডার নেমিটোবার উইনিপেগে দ্বিতীয় শহীদ মিনার রয়েছে। ড. খলিল সেখানকার স্থানীয় কাউন্সিলার জেনিক লুকেসের সাথে দেখা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে একটি পার্কের নামকরণের প্রস্তাব দেন। একই আহবান জানান টরন্টো সিটির কাছে।