পুলিশের ওপর হামলা: উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:১৩, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পুলিশের ওপর হামলা: উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

newsup
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১
পুলিশের ওপর হামলা: উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্কঃ পুলিশের উপর হামলা ও আহত করা মামলায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন শিকদারকে প্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে তাকে ঝিনাইদহের আদালত এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

 এ বিষয়ে পুলিশ সুপার বলেন, গত রবিবার (২৮ নভেম্বর) শৈলকুপা উপজেলা বিপ্রবগদিয়া গ্রামে দু পক্ষের সংঘর্ষ থামাতে যায় পুলিশ। এ সময় একদল লোক পুলিশের কাজে বাঁধা দেয় এবং হামলা করে। এতে তিন জন পুলিশ সদস্য আহত হন। এব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করে। এ মামলায় শাওন শিকদার একজন আসামী। তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।