বসে জাতীয় সংগীত গেয়ে ‘অবমাননা’ মমতার: বিজেপির অভিযোগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৯, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বসে জাতীয় সংগীত গেয়ে ‘অবমাননা’ মমতার: বিজেপির অভিযোগ

newsup
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২১
বসে জাতীয় সংগীত গেয়ে ‘অবমাননা’ মমতার: বিজেপির অভিযোগ

নিউজ ডেস্কঃ ভারতের জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এ নিয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে ক্ষমতাসীন দল বিজেপি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরু হওয়ার কিছু পরে উঠে দাঁড়ান মমতা। এ নিয়েই সরব বিজেপি। দলটির অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের জাতীয় সংগীতকে অসম্মান ও অবমাননা করেছেন।

ঘটনার পর থেকে একের পর এক বিজেপি নেতা সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, মাঝপথে জাতীয় সংগীত শেষ করে হঠাৎ বসে পড়েন মমতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক বিজেপি নেতা।

জানা যায়, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের অসম্মান দেখানোর’ অভিযোগ থানায় দায়ের করেছেন। তার অভিযোগ, মমতা ব্যানার্জি প্রথমে বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন এবং তারপর ৪-৫ লাইনের পরে হঠাৎ গান গাওয়া থামিয়ে দিয়েছেন।

পশ্চিমবঙ্গ বিজেপিও এই ঘটনায় মমতার কড়া সমালোচনা করে অভিযোগ করেছে, এই কাণ্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রী ভারত, ভারতের সংস্কৃতি, জাতীয় সংগীত ও জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।