রেকর্ড জয়ের পর শীর্ষে ভারত  - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:০০, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রেকর্ড জয়ের পর শীর্ষে ভারত 

newsup
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২১
রেকর্ড জয়ের পর শীর্ষে ভারত 
স্পোর্টস ডেস্কঃ বেচারা এজাজ প্যাটেল! এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য এক কীর্তি গড়ার কথা যেমন কল্পনাতে আনেননি, তেমনি ঐ কীর্তি গড়ার ম্যাচেই যে লজ্জার রেকর্ডের ভাগীদার হবেন সেটাও হয়তো ভাবেননি তিনি।

সব মিলিয়ে মুম্বাই টেস্ট এজাজের জন্য অম্লমধুর অভিজ্ঞতা হয়েই থাকল। যেখানে নিউজিল্যান্ডের কপালে জুটেছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় হার। আর ভারত সিরিজ নিশ্চিতের কাজটা সেরেছে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় দিয়ে। ৩৭২ রানের রেকর্ড জয়ে কিউইদের থেকে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটাও কেড়ে নিয়েছে বিরাট কোহলির দল।

গতকাল চতুর্থ দিন জয়ের জন্য ৫ উইকেট দরকার ছিল স্বাগতিকদের। সেজন্য মাত্র ৪৫ মিনিটই সময় নেয় তারা। ১৪০ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধ দেখায় বটে। কিন্তু ৫ রানে ৫ উইকেট হারিয়ে কিউইরা গুটিয়ে যায় ১৬৭ রানেই। ৫ উইকেটের মধ্যে জয়ন্ত যাদব একাই নেন চারটি, বাকি উইকেটটি নিয়ে ইনিংসে চার উইকেট পূরণ করেন রবিচন্দ্রন অশ্বিন।

দুই ম্যাচ সিরিজে মোট ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেন এ ডানহাতি স্পিনার। স্পিনারদের এই ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। প্রথম ইনিংসে ১৫০ ও পরের ইনিংসে ৬২ রান করা এ ওপেনার জাতীয় দলে জায়গাটা স্হায়ী করে ফেলেছেন বলা যায়! ব্যক্তিগত পারফরম্যান্সে ফুটে না উঠলেও এই ম্যাচটা কোহলির জন্য অনন্য হয়েই থাকবে।

কেননা প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে অন্তত ৫০টি ম্যাচ জেতার নজির গড়লেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩২৫ ও ২৭৬/৭ ডি.

নিউজিল্যান্ড : (লক্ষ্য ৫৪০ রান) ৬২ ও ১৬৭ (মিচেল ৬০, নিকোলস ৪৪, রবীন্দ্র ১৮; অশ্বিন ৪/৩৪, আকশার ১/৪২, জয়ন্ত ৪/৪৯)

ফল : ভারত ৩৭২ রানে জয়ী।

ম্যাচ-সেরা : মায়াঙ্ক আগারওয়াল। সিরিজ :২ ম্যাচ সিরিজে ভারত ১-০ ব্যবধানে জয়ী। সিরিজ-সেরা : রবিচন্দ্রন অশ্বিন (১৮ উইকেট)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।