নিউজ ডেস্কঃ ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া গোপন বৈঠকে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্র গেছেন।
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার উপায় খুঁজতে এ জরুরি সফরে যান বলে জানিয়েছে দেশটির হিব্রু দৈনিক ইয়েদিয়থ আহরোনথ। খবর আনাদোলুর।
পরমাণু কর্মসূচি থেকে ফিরাতে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাতে মোসাদপ্রধানের এ যুক্তরাষ্ট্র সফর বলে জানা গেছে।
একই সঙ্গে ইরানের ওপর সামরিক হামলা চালাকেও যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছে ইসরাইল।
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনিয়া গত শুক্রবার বলেছেন, ইরান অদূর অভিষ্যৎ তো দূরের কখনই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।
আগামী বুধবার ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ইরান ইস্যুতে আলোচনা করবেন।