নিউজ ডেস্কঃ প্রবাসী সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) নিজেদের নতুন কমিটি ঘোষণা করেছে। শুক্রবার ফোবানার নির্বাচন কমিশনের প্রধান মাহাবুব রেজা রহিম জানান, তিনদিনের ৩৫তম সম্মেলনের শেষদিন ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন রেহান রেজা, সেক্রেটারি হয়েছেন মাসুদ রব চৌধুরী।
ওয়াশিংটন ডি.সি. সংলগ্ন ম্যারিল্যান্ড স্টেটে একটি কনভেনশন সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় একইপদে পুনরায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ দিলু মাওলা। জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল কামাল সোহেল ও ট্রেজারার হয়েছেন মুহাম্মদ আলী মানিক।
বিদায়ী চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে ফোবানা নির্বাহী কমিটির আউটস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন জাকারিয়া চৌধুরী এবং এ সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক জি আই রাসেল।
নির্বাচনে বিজয়ী ৭ আউটস্ট্যান্ডিং মেম্বার হলেন- নুরুল আমিন, আতিকুর রহমান, মোহাম্মদ এম রহমান জহির, জয়নুল আবেদীন, শাহ এম হালিম, বেদারুল ইসলাম বাবলা ও মোহাম্মদ এম আরেফিন বাবুল।
নির্বাহী কমিটির সদস্য-সংগঠন হিসেবে বিজয়ী হয়েছে- ইলিনয় স্টেটের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব শিকাগোল্যান্ড, টেক্সাসের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস, নিউ জার্সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন, ভার্জিনিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, জর্জিয়ার বাংলাধারা, টেক্সাসের বাংলাদেশ থিয়েটার এবং বাংলা ফাউন্ডেশন, ওয়াশিংটন ডি.সির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক, টেক্সাসের বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন, জর্জিয়ার মানচিত্র ফাউন্ডেশন, ভার্জিনিয়ার প্রিয়বাংলা, জর্জিয়ার বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন, টেক্সাসের বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন, ডি.সির বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন, নিউ জার্সির শতদল ইনক এবং টেক্সাসের বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন।
আয়োজকরা জানান, সামনের বছর ৩৬তম ফোবানা সম্মেলন হবে ইলিনয় স্টেটের শিকাগোতে, আয়োজন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব শিকাগোল্যান্ড। ২০২৩ সালের ফোবানা সম্মেলন হবে টেক্সাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের আয়োজনে। বিডিনিউজ