রুশ আতঙ্কের মধ্যেই ফ্রন্টলাইন পরিদর্শনে ইউক্রেনের প্রেসিডেন্ট – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৬, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

রুশ আতঙ্কের মধ্যেই ফ্রন্টলাইন পরিদর্শনে ইউক্রেনের প্রেসিডেন্ট

newsup
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২১
রুশ আতঙ্কের মধ্যেই ফ্রন্টলাইন পরিদর্শনে ইউক্রেনের প্রেসিডেন্ট

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার (৬ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন। রাশিয়া ইউক্রেন হামলার প্রস্তুতির আশংকার মধ্যেই ফ্রন্টলাইন পরিদর্শন করেন তিনি।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেন ২০১৪ সাল থেকে পূর্বাঞ্চলীয় লুগানস্ক ও দনেতস্ক এলাকায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে লড়াই চালিয়ে আসছে। এ লড়াইয়ে ১৩ হাজরেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা এসব বিচ্ছিন্নতাবাদীকে ক্রেমলিন সহায়তা করছে বলে অভিযোগ করে আসছে। ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করছে। দনেতস্ক এলাকা পরিদর্শনকালে জেলেনস্কি সেনাদের উদ্দেশ্যে বলেন, ‘আজ আপনাদের সাথে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি’।

Manual7 Ad Code

এদিকে প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিয়োজিত থাকায় সৈন্যদের ধন্যবাদ জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘আপনাদের মতো সেনাবাহিনী থাকলে আমার বিশ্বাস আমরা নিশ্চিত জয়ী হবো’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বৈঠকের প্রাক্কালে জেলেনস্কি ফ্রন্টলাইন পরিদর্শন করলেন। ইউক্রেনে রুশ হামলার পরিকল্পনা নিয়ে সৃষ্ট মার্কিন উদ্বেগ নিরসনে উভয় নেতার বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র এবং কিয়েভের পশ্চিমা মিত্ররা অভিযোগ করছে রাশিয়া হামলা চালানোর জন্য ইউক্রেন সীমান্তের কাছে সৈন্য সমাবেশ করছে। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code