সিসিকের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে সিলগালা

Daily Ajker Sylhet

newsup

০৭ ডিসে ২০২১, ০৬:৫৩ অপরাহ্ণ


সিসিকের অভিযানে ১৫ প্রতিষ্ঠানকে সিলগালা

নিউজ ডেস্কঃ 

সিলেট মহানগরের তালতলা, তেলিহাওর ও সুরমা মার্কেট এলাকায় গৃহকর পরিশোধ না করায় ১৫ ব্যবসা প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা বকেয়া গৃহকর আদায় করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং ও ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।