নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন গোয়ার নির্বাচনেও ‘খেলা হবে’। গোয়ায় প্রথম জনসভা শেষে সেই খেলার সূচনা করে দিলেন মমতা। পশ্চিমবাংলায় বিধানসভা ভোট প্রচারের কায়দায় মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে ছুড়লেন বল। সোমবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় রোববার নির্বাচনী সফরে গোয়ায় পৌঁছান। সোমবার প্রথম জনসভা করেন তিনি।
জনসভা শেষে তৃণমূল নেত্রীর হাতে বল তুলে দেন দলীয় নেতানেত্রীরা। বল পেয়ে খুশিই হন মমতা। বলেন, বাংলায় ভোটপ্রচারেও বল ছুঁড়ে খেলা হবে বলেছি।
এর পর মঞ্চ থেকে দর্শকদের উদ্দেশে ছুঁড়লেন বল। কঙ্কনি ভাষায় বললেন, খেলা হবে। শুধু মমতা একা নন, মঞ্চ থেকে বল ছুঁড়লেন গোয়ার বিধায়ক চার্চিল আলেমাও।