মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৩, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে

newsup
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২১
মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে

নিউজ ডেস্কঃ 

আধুনিক মালয়েশিয়ার রূপকার ও দেশটির সাবেক সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  হাসপাতালে ভর্তি রেখে তার পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।  এজন্য তার কয়েকদিন হাসপাতালে থাকা লাগবে।  মেডিকেল সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদন করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

মাহাথির মোহাম্মদের বয়স এখন ৯৬ বছর।  তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন হাসপাতার কর্তৃপক্ষ সেটি জানায়নি।  মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইন্সটিটিউব এক বিবৃতিতে বলেছে, তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে কিছু ভর্তি থাকতে হবে।

মাহাথির মোহাম্মদের হার্টের অসুখ পুরনো।  তিনি  এর আগে হার্ট অ্যাটাক করেছিলেন।  তার বাইপাস সার্জারি করা।

বর্ষীয়ান এই নেতা ২০০৩ সালের আগ পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়া শাসন করেছেন।  তার শাসনামলে অভূতপূর্ব উন্নতি সাধন করে মালয়েশিয়া।

মাঝে বিরতি দিয়ে ৯২ বছর বয়সে মাহাথির আবারও প্রধানমন্ত্রী হন।  ২০১৮ সালের ভোটে তিনি জয়ী হন।  দলের ভেতরকার অভ্যন্তরীণ বিবাদের কারণে তার সরকার দুই বছরও টিকতে পারেনি।

প্রধানমন্ত্রী পদ গেলেও তিনি এখনও মালয়েশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।