কলকাতা বইমেলায় বাংলাদেশি তরুণীর ‘নরকে আলিঙ্গন’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৮, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কলকাতা বইমেলায় বাংলাদেশি তরুণীর ‘নরকে আলিঙ্গন’

newsup
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২১
কলকাতা বইমেলায় বাংলাদেশি তরুণীর ‘নরকে আলিঙ্গন’

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের তরুণী শাম্মী তুলতুলের নতুন অনুগল্পের বই ‘নরকে আলিঙ্গন’ ২০২২। প্রকাশনীর নাম ‘এবং শব্দ প্রকাশনী’। প্রকাশক সুমন্ত ভৌমিক। প্রচ্ছদ করেছন শুভ্রা হালদার।
মোট ১৭টি গল্প নিয়ে বইটি প্রকাশিত হতে যাচ্ছে।

গল্পে উঠে এসেছে যুদ্ধ, রহস্য, প্রেম- ভালোবাসা, রম্য, কবিদের রহস্যময়তা, মশকরা ও আমাদের সমাজের ঘটনাগুলোর কল্পনা ও বাস্তবের মিশেল।তাছাড়া এখানে থাকছে তার চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত গল্পের নাম। যেটা তিনি প্রথম শুরু করেছেন।

কলকাতা বই প্রকাশ সম্পর্কে তুলতুল বলেন, ‘কলকাতা বইমেলায় আমার প্রথম বই প্রকাশিত হচ্ছে এটি আমার জন্য অনেকক আনন্দের। আমার স্বপ্নগুলোর একটি।সেখানে আমি নিয়মিত লিখালিখিও করে যাচ্ছি। কলকাতার অনেক বন্ধু, পাঠক আমাকে খুব ভালোবাসেন। তাদের আগ্রহে এবং আমার প্রকাশকের অশেষ আন্তরিকতায় আমার বইটি প্রকাশিত হচ্ছে। ভারতে অনেক বন্ধু আমার চাঁটগা ভাষার লিখা পড়ে চাঁটগা ভাষার প্রতিও খুব আগ্রহ দেখিয়েছেন। তাদের জন্য কয়েকটি গল্পের নামকরণও করেছি আমার আঞ্চলিক ভাষায়। এটি এইবার প্রথম আমি শুরু করেছি। তাই সবার কাছে দোয়া -আশীর্বাদ চাই।’

উল্লেখ্য, তুলতুলের এই পর্যন্ত বইয়ের সংখ্যা ১৫ টি।এটি তার ১৬ তম বই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।