ইতালিতে একদিনে ১ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু ১৫৬ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:৫০, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইতালিতে একদিনে ১ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু ১৫৬

newsup
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২১
ইতালিতে একদিনে ১ লাখের বেশি আক্রান্ত, মৃত্যু ১৫৬

নিউজ ডেস্কঃ ইতালিতে আবারও করোনার ভয়াবহ হানা। বৃহস্পতিবার একদিনে দেশটিতে ১ লাখ ২৬ হাজার ৮৮৮ জন নতুন করে করোনায়  আক্রান্ত হয়েছেন।

এদিন মৃত্যু হয় ১৫৬ জনের। ২৯ ডিসেম্বরের তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে আক্রান্ত বেশি হলেও মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি।

এর আগে বুধবার ৯৮ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়। মৃতু হয় ১৩৬ জনের। করোনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৫২ জনের।

এখনও দেশটিতে সব কিছু স্বাভাবিক ভাবে চলছে। ধারনা করা হচ্ছে এভাবে করোনা বিস্তার লাভ করলে যেকোনো মুহুর্তে লকডাউন দিতে পারে দেশটির সরকার।

তবে সরকারি ভাবে লকডাউন দেওয়ার কোন আভাস এখনো পাওয়া যায়নি।

দেশটিতে প্রাণঘাতী এ মহামারি শুরু থেকে এ পর্যন্ত ৫৯ লাখ ৮১ হাজার ৪২৮ জন আক্রান্ত হয়েছেন।

করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। সুস্থ হয়েছে ৫০ লাখ ৬৪ হাজার ৭১৮ জন।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সজাগ দৃষ্টি রাখছেন এবং যানবাহনে চলাচলের উপর কঠোর স্বাস্থ্যবিধি জোরদার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।