নিউজিল্যান্ডে জয়ের দৃঢ়তায় দারুণ দিন কাটাল বাংলাদেশ
০২ জানু ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ সব দুর্ভাবনা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ।
প্রথম টেস্টের প্রথম দুই দিন শেষে বলা যায়, সমানে সমান লড়ছে মুমিনুল বাহিনী।
মাউন্ড মাঙ্গানুয়ে শনিবার প্রথমে বল হাতে ভালো শুরু করে বাংলাদেশের পেসাররা।
আজ দ্বিতীয় দিনে ব্যাট হাতেও উজ্জ্বল বাংলাদেশের ব্যাটাররা। স্বপ্নের মতো দ্বিতীয় দিন কাটাল বাংলাদেশের। এমনটা বললে অত্যুক্তি হবে না।
রোববার নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুড়িয়ে দিয়ে ব্যাট হাতেও দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা।
৬৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৫ রান জমা করেছে স্কোরবোর্ডে। ১৫৩ রানে পিছিয়ে থেকে কাল ব্যাটিংয়ে নামবেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
৭০ রানে অপরাজিত তিনি। দেখার বিষয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ইনিংসেই সেঞ্চুরির দেখা পান কি না।
জয়কে সে পথেই পরিচালিত করবেন অধিনায়ক মমিনুল হক। ২৭ বল খেলে ৮ রানে অপরাজিত তিনি।
আজ বাংলাদেশ দলের ব্যাটিং দৃঢ় অবস্থানের অন্যতম কারিগর ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত।
১০৯ বলে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। যেখানে ৭টি চার ও একটি ছক্কার মার রয়েছে।
মূলত শান্ত-জয়ের ১০৪ রানের জুটি দলকে এ ভিত গড়ে দিয়েছে। ৫৬.৭ ওভারে ওয়াগনারের দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত।
শান্ত ব্যক্তিগত ৬৪ রানে আউট হলেও দিনের বাকি অংশ কাটিয়ে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক ও তরুণ জয়।
শনিবার ম্যাচের প্রথম দিনে ৮৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছিল নিউজিল্যান্ড।
আজ (রোববার) তাদের বাকি ৫ উইকেট তুলে নিতে বাংলাদেশের লেগেছে ২০.৪ ওভার। আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৭০ রান যোগ করে ৩২৮ রানে অলআউট হয়েছেন কিউইরা।