হাকিকুল ইসলাম খোকনঃ গত ৬ জানুয়ারি, বৃহস্পতিবার , কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুপুর ২টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয় এই প্রথম বারের মতো কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন সদস্যদের নিয়ে নবীন-বরণ অনুষ্ঠিত হয়। মেধাদীপ্ত রাজনীতির সারথি কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির বার বারের সভাপতি, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহ আজিজুল হক সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন নবীন বরণ পরিচালনা করেন। সভাপতির সৌজন্যে নবীন আইনজীবীগণের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় নবীন আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা জানান সমিতির সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা ও বিজ্ঞ সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইন পেশার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট নাসির উদ্দীন ফারুকী, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মিয়া মোঃ ফেরদৌস, সহ-সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্র সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুর রাশিদ ভূঞা, দুদুকের পিপি অ্যাডভোকেট মুহঃ আবদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক অ্যডাভোকেট আমিনুল ইসলাম রতন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক। । নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আয়েশা আক্তার লাকী ও অ্যাডভোকেট সারোয়ার জাহান প্রমুখ। খবর বাপসনিউজ। সমাপনী বক্তব্যে রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক ।
অুনষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অ্যাডভোকেট আনোয়ার জাহান ভূঞা লিংকন ও পবিত্র গীতা পাঠ করেন বিজ্ঞ সিনিয়র আইনজীবী জীবন কুমার রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।