নিউজ ডেস্কঃ এশিয়ার অন্যতম বড় সামরিক পরাশক্তি ভারত নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশগুলোতেও মিসাইল রপ্তানি করার কাজ হাতে নিয়েছে।
এবার ভারতের কাছ থেকে ৩৭৫ মিলিয়ন ডলারের মিসাইল কেনার চুক্তি করেছে ফিলিপাইন। ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন বিষয়টি।
ফিলিপাইন তাদের নৌবাহিনীকে নতুন করে সাজাতে ও আরো শক্তিশালী করতে ভারতের কাছ থেকে এন্টি শিপ মিসাইল কিনছে।
চুক্তি অনুযায়ী ভারতের ব্রাহমোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড ফিলিপাইনকে তিনটি ব্যাটারি, ট্রেন অপারেটরস ও লজিস্টিক সাপোর্টও দেবে।
ভারত ও ফিলিপাইনের মধ্যে এই চুক্তিটি ২০১৭ সালে হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় তা পিছিয়ে যায়। এরপর করোনার কারণে চুক্তিটি আরো দুই বছর পেছায়।
ফিলিপাইন তাদের সামরিক বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে পাঁচ বছর মেয়াদী প্রজেক্ট হাতে নিয়েছে। এই সময়ের মধ্যে ৫.৮৫ বিলিয়ন ডলারের যুদ্ধ সামগ্রী কিনবে তারা।
বর্তমানে ফিলিপাইন চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা যুদ্ধজাহাজ ও ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা সামরিক হেলিকপ্টার দিয়ে। এগুলোকে অবসরে পাঠিয়ে পুরো সামরিক খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে তারা।