মোঃ রেজাউল করিম, কক্সবাজার।
সাংবাদিক সংসদ কক্সবাজারের নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৫ জানুয়ারি সকালে সৈকত এর কবিতা চত্বরে সভাপতি আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্পের ক্ষতি হয় এমন মিথ্যা সংবাদ দেশীয় পর্যটনের স্বার্থে পরিহার করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কক্সবাজারের অপার সৌন্দর্য ও সম্ভাবনাকে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে মহেশখালী -কুতুবদিয়া আসনের সংসদ সদস্য ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্প নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহি উদ্দিন আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনির উল গিয়াস, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সাংবাদিক শামসুল হক শারেক, সাইফুল ইসলাম চৌধুরী, হামিদ মোহাম্মদ এরশাদ, হাসানুর রশীদ, এম আর মাহবুব, ফরহাদ ইকবাল, শফি উল্লাহ শফি, ইমাম খাইর, জসিম উদ্দিন সিদ্দিকী, হোটেল- গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম ও টোয়াক সভাপতি আনোয়ার ইকবাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোঃ রেজাউল করিম, ছৈয়দুললাহ আজাদ, সেলিম উদ্দিন শহিদুল করিম শহীদ, জাহাঙ্গীর আলম শামস প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।