ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:২৬, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

newsup
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২
ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রবিবার (১৬ জানুয়ারি) থেকে সবধরণের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন তারা। তিন দফা দাবিতে এই হলের ছাত্রীরা আন্দোলনরত ছিলেন।

গতকাল শনিবার (১৫ জানুয়ারি) রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

রাতে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সাদিয়া গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কাল (আজ) থেকে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। পাশাপাশি ক্যাম্পাস থেকে কোনো গাড়ি বের হতে এবং ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।

তিনি বলেন, বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই অন্যান্য হলের এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের উপর ছাত্রলীগের হামলা চালানোর পর সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর  হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় ১০-১২ জন শিক্ষার্থী আহত এবং কয়েকজন ছাত্রী হেনস্তার শিকার হন। আহত শিক্ষার্থীরা হলেন, শাহরিয়ার আবেদীন, ইয়াছির সরকার, সামিউল সাফিন, নাফিজ হাসান, অন্তিক, রুপেল চাকমা, মাইনুল ইসলাম রাশুসহ আরো অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।