দক্ষিণ চীন সাগরে এফ-৩৫ বিমান দুর্ঘটনায় সাত মার্কিন নাবিক আহত - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:০৮, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

দক্ষিণ চীন সাগরে এফ-৩৫ বিমান দুর্ঘটনায় সাত মার্কিন নাবিক আহত

newsup
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২২
দক্ষিণ চীন সাগরে এফ-৩৫ বিমান দুর্ঘটনায় সাত মার্কিন নাবিক আহত

নিউজ ডেস্কঃ দক্ষিণ চীন সাগরে সোমবার (২৪ জানুয়ারি) একটি বিমানবাহী রণতরিতে নৌবাহিনীর এফ-৩৫ সি যুদ্ধবিমান অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সাত নাবিক আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

ইউএস প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়েছে, স্টিলথ কমব্যাট যুদ্ধবিমান এফ-৩৫ সি লাইটনিং ২ নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএস কার্ল ভিনসনে অবতরণের চেষ্টার সময় এই দুর্ঘটনা ঘটে।

পাইলট বিমান থেকে বের হওয়ার পরে একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়। তার অবস্হা স্থিতিশীল রয়েছে। মোট সাত জন নাবিক আহত হয়েছেন। এদের তিন জনকে চিকিৎসার জন্য ম্যানিলায় পাঠানো হয়েছে। অপর চার জনকে রণতরিতে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।