মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে :
শিক্ষাবিদ, সমাজকর্মী, মিডিয়া ব্যক্তিত্ব, বিবিসি ও ভয়েজ অব আমেরিকার সাবেক ব্রডকাস্টার সৈয়দ আফসার উদ্দিন এমবিই একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী এবং ব্যাতিক্রমী একজন মানুষ হিসেবে বিলেতের কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে।
তাঁর সম্মানে গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের অফিসে ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ‘সৌহার্দ্যে- মমতায়- ভালবাসায় একজন সৈয়দ আফসার উদ্দিন এমবি ই’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে।
ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি – আনসার আহমেদ উল্লাহর সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী ও আইনজীবী ড. আনিছুর রহমান আনিছের পরিকল্পনা ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সৈয়দ আফসার উদ্দিনের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি ও সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, দৈনিক সিলেটের ডাকের সাবেক নির্বাহী সম্পাদক এবং সিলেট প্রেসক্লাব ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আব্দুস সাত্তার, অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাম্মেল হুসেন কামাল, রেডব্রিজের কাউন্সিলর ড. জামাল উদ্দিন, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি লিডার আব্দুস শুকুর, সাপ্তাহিক জনমত এর সহ সম্পাদক মোসলেহ উদ্দিন আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব বুলবুল হাসান, সাংবাদিক সৈয়দ জহুরুল হক, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য আহাদ চৌধুরী বাবু এবং আনোয়ার শাহজাহান, এন টি ভি নিউজ প্রেজেন্টার সামসুল তালুকদার, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, এ টি এন বাংলার খালেদ মাসুদ রনি, ফটো জার্নালিষ্ট এখলাসুর রহমান পাক্কু, এডভোকেট সুব্রত দাস খোকন, অপু রায়, কমিউনিটি লিডার আনসারুল হক, শেখ দবির মিয়া, নাসির উদ্দিন, আব্দুল মালিক, সুরুক মিয়া।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষায় ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সৈয়দ আফসার উদ্দিন এমবিই কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদাণ করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সৈয়দ আফসার উদ্দিন এমবিই তাঁর বক্তব্যে বলেন, আমাকে নিয়ে এই আয়োজনের মাধ্যমে আমাকে সম্মানিত করায় আমি সত্যিই অভিভূত ও আয়োজকসহ উপস্থিত সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।