হবিগঞ্জ সংবাদদাতাঃ
চুনারুঘাটের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণে গঠিত হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন এর কমিটি প্রকাশ করা হয়েছে।
বুধবার (০২ মার্চ) সন্ধ্যায় শব্দকথা প্রকাশনের কার্যালয়ে এক সভায় সংগঠনের সভাপতি মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান তরপদার স্বাক্ষরিত প্যাডে গাজিউর রহমান রাসেল কে সভাপতি ও শামসুল হক তালুকদার জুয়েল কে সাধারণ সম্পাদক করে আগামী ০২ বছরের জন্য আংশিক এ কমিটি অনুমোদন দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের নির্বাহী তত্ত্বাবধায়ক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক ও শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ শাহ আলম, সহ সভাপতি তরফদার মোহাম্মদ ইফতেখার তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ তুষার, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বেলাল আহমেদ দুলাল, কোষাধ্যক্ষ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক প্রণব কুমার দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদ মোহাম্মদ, প্রচার সম্পাদক শহিদুল হক শাহীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনিরুল আমীন, নির্বাহী সদস্য মোহাম্মদ রায়হান মিয়া প্রমুখ।
উল্লেখ, সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠার পরে থেকে চুনারুঘাট উপজেলার উন্নয়নে হবিগঞ্জে অবস্থানরত ব্যক্তিবর্গদেরকে নিয়ে বিভিন্ন সেবামূলক ও আর্তমানবতার কাজ করে যাচ্ছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।