এনআরবি লণ্ডন কমিউনিটি  হিরোদের সম্মাননা প্রদান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫০, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

এনআরবি লণ্ডন কমিউনিটি  হিরোদের সম্মাননা প্রদান

editorbd
প্রকাশিত মার্চ ২৮, ২০২২
এনআরবি লণ্ডন কমিউনিটি  হিরোদের সম্মাননা প্রদান

মুহাম্মদ সালেহ আহমদ :

লন্ডনের টাওয়ার হ্যামলেটের স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন বলেছেন, সংবাদ কর্মীও সাংবাদিকরা বিগত করোনাকালে যে ভাবে মানুষ ও কমিউনিটির জন্য নিবৃত ভাবে কাজ করেছেন তা ছিলো উদাহরণের মাত্ৰা । তারা ভয়কে জয় করে মাঠে ছিলেন ৷ তিনি বলেন যদিও আমরা প্রতিষ্ঠানিকভাবে তাদের মুল্যায়ন করতে কৃপনতা দেখাই ।

যুক্তরাজ্য ভিত্তিক প্রেসার গ্রুপ এনআরবি লন্ডনের প্যান্ডামিক হিরো সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কালে তিনিএকথা বলেন ৷

গত ২৪ মার্চ বৃহস্পতিবার পূর্ব লণ্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে সুবর্নজয়ন্তি উপলক্ষে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনসার আহমদ উল্লাহ ৷

সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার এনআরবির মুখপাত্র,আসম মাসুম। বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মুস্তাক আলী বাবুল, ক্রীড়া সংগঠক তফাজ্জুল হোসেন আলম, নির্বাহী সদস্য যুক্তরাজ্য কালের কন্ঠের প্রতিনিধি জুয়েল রাজ ও এনআরবির যুগ্ন সভাপতি জামাল আহমদ খান ৷

সম্মাননা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকারের পক্ষে ও এনআরবি থেকে কমিউনিটিতে নিরলস ভাবে সেবা দান কারী ২১জন সংবাদ কর্মীকে বন্ধুত্ব স্মারক প্রদান করা হয় ।

সম্মাননা প্রাপ্তরা হলেন, সাংবাদিক মুস্তাক আলী বাবুল, আসম মাসুম,জাকির হোসেন কয়েস, সালেহ আহমদ, আব্দুল কাদির মুরাদ, খালিদ হোসেন, ফজলুল হক, আব্দুল হান্নান, মোহাম্মদ মাসুদ উজামান,জামাল খাঁন, রুমানা আফরুজ রাখি, আব্বাস উজামান, তানভির হাসান, হেফাজুল করিম রাকিব, আলাউর রহমান খান, কয়েস আহমদ রুহেল, জুবায়ের খাঁন সেলিম, জি আর সুহেল, একলাসুর রাহমান পাক্কু, রোমেনা আনাম, খালেদ মাসুদ রনি।

এনআরবি লন্ডনের সভাপতি আনসার আহমদ উল্লাহ স্পিকারকে ধন্যবাদ জানান এবং এনআরবি লন্ডন আগামীতে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন, ভালো কাজে উৎসাহ যোগাতে কাজ করবে বলে আশাবাদ রাখেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।