বিশ্বনাথে বিএনপির প্রতিবাদ মিছিল : সুহেল চৌধুরীর কুশপুত্তলিকা দাহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৪৫, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বিশ্বনাথে বিএনপির প্রতিবাদ মিছিল : সুহেল চৌধুরীর কুশপুত্তলিকা দাহ

banglanewsus.com
প্রকাশিত এপ্রিল ৫, ২০২২
বিশ্বনাথে বিএনপির প্রতিবাদ মিছিল : সুহেল চৌধুরীর কুশপুত্তলিকা দাহ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বহিষ্কৃত জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী কর্তৃক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে লাঞ্চিত করার ঘটনায় ফুঁসে উঠেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিশ্বনাথ পৌর শহরে উপজেলা বিএনপির ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদী এ সভায় সুহেল চৌধুরীর কুশপুত্তলিকা পুড়ান বিক্ষোব্ধ নেতাকর্মিরা। বিক্ষোভ মিছিলটি রামপাশা রোড়ের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রবাসী চত্বরে এসে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।
উল্লেখ্য, গত ১ এপ্রিল রাতে দিকে বিশ^নাথ পৌরশহরে পুরান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  লিলু মিয়াকে লাঞ্চিত করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় পরদিন শনিবার বিশ্বনাথ থানায় বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে মারপিটে জখম ও চুরির মামলা দায়ের করেন লিলু মিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।