‘দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’

Daily Ajker Sylhet

banglanewsus.com

১০ এপ্রি ২০২২, ০২:৩৩ পূর্বাহ্ণ


‘দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’

ডেস্ক রিপোর্ট : ‘দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে শোষণ-লুণ্ঠন করে দুঃসহ এক অবস্থার সৃষ্টি করেছে, যা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় দেশ ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, অস্বাভাবিক, দুঃসহ একটা যন্ত্রণা এখন বাংলাদেশে। এ রকম যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে শোষণ ছাড়া কিছু নেই। প্রতিটি ক্ষেত্রে শোষণ আর লুণ্ঠন। এই শোষণ দূর করে দেশকে বাসযোগ্য করতে হবে।

একইসঙ্গে দেশে পরিবর্তন আনতে হবে। মুক্তির পথ খুঁজে বের করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান ফখরুল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।