পেছালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষাঙ্গন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:১২, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পেছালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষাঙ্গন

newsup
প্রকাশিত এপ্রিল ২১, ২০২২
পেছালো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষাঙ্গন

ডেস্ক রিপোর্টঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ’ ২০২০-এর ৩য় ধাপের পরীক্ষা পিছিয়েছে। এ নিয়োগ পরীক্ষা আগামী ৩রা জুন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ২৭শে মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

বুধবার নিয়োগ কমিটির সহকারী পরিচালক সিনিয়র সহকারী সচিব মো. আতিক এস. বি. সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ’২০২০-এর ২য় ও ৩য় ধাপের লিখিত পরীক্ষার আগামী ২০শে মে তারিখ ও ২৭শে মে ২০২২ তারিখ সকাল ১১ টা হতে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট জেলায় অনুষ্ঠিত হবে মর্মে ইতোপূর্বে জানানো হয়েছে। ৩য় ধাপের পরীক্ষা ২৭শে মে ২০২২ তারিখের পরীক্ষা ৩রা জুন ২০২২ তারিখে নির্ধারিত সময়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন মোট ৩১ জেলার ৬৫৯টি কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৭টি সম্পূর্ণ জেলা এবং ১৪টি আংশিক জেলার চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেবেন।

এদিন জয়পুরহাট, বগুড়া, পাবনা ,চুয়াডাঙ্গা পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বরগুনা, ভোলা, কক্সবাজার, গোপালগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর ও নড়াইল জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, জামালপুর, বাগেরহাট, রাজবাড়ী, পিরোজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার বাকি থাকা উপজেলাগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।