টিকিটের লাইনে ভোগান্তিতে নারীরা, নিমেষেই শেষ এসির সিট

Daily Ajker Sylhet

banglanewsus.com

২৪ এপ্রি ২০২২, ০৩:৩৮ অপরাহ্ণ


টিকিটের লাইনে ভোগান্তিতে নারীরা, নিমেষেই শেষ এসির সিট

ঈদযাত্রার অগ্রিম টিকিট কাটতে পুরুষদের পাশাপাশি নারীরাও রেলস্টেশনে ভিড় করেছেন। কমলাপুরে ২৩টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য মাত্র দুটি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী যাত্রীরা। অন্যদিকে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০  মিনিটের মধ্যে বেশির ভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সবগুলো কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন। পুরুষদের লাইনের সংখ্যা বেশি হওয়ায় তাদের ভোগান্তি কিছুটা কম হচ্ছে। তবে নারীদের লাইন মাত্র দুটি হওয়ায় চরম ভোগান্তি দেখা গেছে তাঁদের লাইনে। একজন আরেকজনের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাঁদের। কেউ হাতপাখা নিয়ে দাঁড়িয়ে আছেন লাইনে। মাঝে মাঝে লাইনে দাঁড়ানো নিয়ে নারীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে। নারী পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তখন শান্ত করার চেষ্টা করছেন। তবে সব মিলিয়ে নারী যাত্রীদের টিকিট পেতে দুর্ভোগের শেষ নেই।

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। হোসনে আরা নামের এক নারী যাত্রী বলেন, ‘সাহরি খেয়ে কমলাপুরে এসে লাইনে দাঁড়াই। মাত্র দুটি লাইন হওয়ায় অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। লাইনের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, যে যার মতো লাইনে ঢুকে যাচ্ছে। ফলে ঝামেলা হচ্ছে। তা ছাড়া কাউন্টার থেকে টিকিট দিতে অনেক সময় নিচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দ্রুত টিকিট পাওয়া সম্ভব হচ্ছে না। নারী যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য কাউন্টারের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল।’ 

এদিকে ট্রেনের এসি টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে আসা যাত্রী নুরে আলম বলেন, ‘আমার লাইনের ৭ নম্বর সিরিয়ালে ছিলাম। আমার আগে ছয়জন তাঁদের কাঙ্ক্ষিত এসি সিট পেয়েছেন। কিন্তু আমি যখন কাউন্টারে যাই, তখন আমাকে বলা হয়েছিল এসি টিকিট শেষ হয়ে গেছে। তখন বাধ্য হয়ে শোভন চেয়ার কিনতে হয়েছে।’

এদিকে টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়ে অন্যান্য কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ট্রেনের এসি টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মধ্যেই কাউন্টারগুলোতে টিকিট শেষ হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।