জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৪৯, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ

newsup
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২
জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ

ডেস্ক রিপোর্ট : চাঁদ দেখাসাপেক্ষে ২ অথবা ৩ মে ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিন রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। সেই শঙ্কায় প্যান্ডেলে শামিয়ানা ও ত্রিপল টানানো হয়েছে। পাশাপাশি মাঠের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মুসল্লিদের দুর্ভোগ লাঘবে সিলিং ফ্যান ও প্যাডেস্টাল ফ্যান বসানো হয়েছে। সেই সঙ্গে ওজুর ব্যবস্থাও থাকছে।

এ ছাড়া, জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। চারদিকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। জাতীয় ঈদগাহে প্রায় ৮৪ হাজার মুসুল্লি একসঙ্গে ঈদের নামাজ পড়তে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।