ডেস্ক রিপোর্ট : লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা, সবচেয়ে বেশি জয়, সবচেয়ে বেশি পয়েন্ট, এক মৌসুমে সবচেয়ে বেশি জয়, এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি জয়, এক মৌসুম প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি জয়।
এমন কী প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি জয়, এক মৌসুমে পয়েন্টের সেঞ্চুরির প্রথম কীর্তি, এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি পয়েন্ট, ঘরের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজেয়, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি গোল, এক মৌসুমে সবচেয়ে বেশি গোল পার্থক্য, প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল। এর সবই এখন রিয়াল মাদ্রিদের দখলে।
এসপানিওলের বিপক্ষে এই ম্যাচটায় ড্র করলেও শিরোপা জিতে যেত রিয়াল মাদ্রিদ। তবে রীতিমত গোলের উৎসব করে লা-লিগার শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাংকোসরা।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মাথায় এগিয়ে যায় রিয়াল। মার্সেলোর সহায়তায় রদ্রিগোর পা থেকে আসে প্রথম গোল।
প্রথম গোলের দশ মিনিট পর আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। প্রথমার্ধ ২-০ ব্যবধানে শেষ হলে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে দলকে গোল এনে দেন মার্কো অ্যাসেনসিও।
৩ গোলে এগিয়ে জয়ের অপেক্ষায় থাকা রিয়ালের শেষ ফিনিশিং দেন কারিম বেনজেমা। ৮১ মিনিটের মাথায় ভিনিসিউসের কাছ থেকে বল পেয়ে বুলেট শটে বল জালে জড়ান এই ফরাসি এই স্ট্রাইকার।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।