মন্ত্রীর স্বজন হলেও বাড়তি সুবিধা দেয়া যাবে না, রেলকর্মীদের নির্দেশনা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৪৩, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মন্ত্রীর স্বজন হলেও বাড়তি সুবিধা দেয়া যাবে না, রেলকর্মীদের নির্দেশনা

newsup
প্রকাশিত মে ৮, ২০২২
মন্ত্রীর স্বজন হলেও বাড়তি সুবিধা দেয়া যাবে না, রেলকর্মীদের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট : মন্ত্রীর পরিচয়ে কেউ বাড়তি সুবিধা চাইলেও তা না দিতে রেলকর্মীদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। রোববার এমন এক আদেশ রেলপথ মন্ত্রণালয় জারি করেছে। রেলওয়ের বিভিন্ন প্রকল্পের পরিচালক, সব স্টেশনের ম্যানেজার, স্টেশন মাস্টার, ট্রেনের পরিচালককে এই নির্দেশনা পাঠানো হয়েছে। রেলমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোহাম্মদ আতিকুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে, রেলপথমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাদের অগোচরে তাদের রেফারেন্সে আত্মীয়/পরিবারের সদস্য, বন্ধুবান্ধব পরিচয় দিয়ে বিভিন্ন স্টেশনে টিকেট দাবি করা, ট্রেনে উঠে বিশেষ সুবিধা চাওয়া হচ্ছে।
এছাড়া অনেকেই মন্ত্রীর একান্ত সচিব, সহকারী সচিব এবং ব্যক্তিগত কর্মকর্তাদের নিকটাত্মীয় পরিচয় দিয়ে রেলের পরিচালকদের কাছ থেকে বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা নেয়ার জন্য মোবাইলে যোগাযোগ করছেন।
এসব বিষয় জানার পর তা রেলপথ মন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ ধরনের সুবিধা যারা চাইছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং যেসব মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে সেই নম্বরগুলো আইনপ্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়ে ওই ব্যক্তিদের সঠিক পরিচয় জানার নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী। এই ধরনের ক্ষেত্রে রেল কর্মকর্তাদের বিভ্রান্ত না হয়ে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কোনো কার্যক্রম গ্রহণ না করতে বলা হয়েছে চিঠিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।