ইউরোপের দেশগুলোতে বন্ধ হচ্ছে রুশ দূতাবাস?

Daily Ajker Sylhet

newsup

১০ মে ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ


ইউরোপের দেশগুলোতে বন্ধ হচ্ছে রুশ দূতাবাস?

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র চাপের মুখে রয়েছে রাশিয়া। দফায় দফায় পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো। এরইমধ্যে ৯ মে রাশিয়ার বিজয় দিবসের দিনে পোল্যান্ডে বিক্ষোভকারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। পশ্চিমাদের এমন প্রতিক্রিয়ার পর মস্কো কী ইউরোপের দেশগুলোতে থাকা তার দূতাবাসগুলো বন্ধ করে দেবে?

মঙ্গলবার এই প্রশ্নের জবাব দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো। উপপররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং অন্যান্য অবন্ধুসুলভ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপে দূতাবাস বন্ধের কোনও পরিকল্পনা রাশিয়ার নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।