টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনও পার্থক্য নেই: তথ্যমন্ত্রী
১০ মে ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইদানিং দেখা যাচ্ছে, টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়। মধ্যরাতে রেলওয়ের টিটিই নিয়ে একটি ঘটনা ঘটলো, সকাল বেলায় টিআইবি খোঁজ-খবর না নিয়েই বিবৃতি দিয়ে দিলো। এখন টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনও পার্থক্য খুঁজে পাচ্ছি না।
মঙ্গলবার (১০ মে) বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।